Public Notice

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (টএওওচ-ওওও)
মৌলভীবাজার পৌরসভা কার্যালয়, মৌলভীবাজার।
নগর সমন্বয় কমিটির (ঞখঈঈ) সভার কার্যবিবরণী
মে/২০১৮ইং।

সভার স্থান : পৌর সভাকক্ষ তারিখ : ১০/০৫/২০১৮ইং সময় : সকাল- ১১.৩০ ঘটিকা সভাপতি : জনাব মো: ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা।

সভায় উপস্থিতি : পরিশিষ্ট- ‘ক’ দ্রষ্টব্য।

আলোচ্যসূচী : ১ । বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

ক্রমিক নং বিগত সভার কার্যবিবরণী পাঠ কার্যবিবরণী সঠিকভাবে লিখিত হওয়ার বিষয়ে আলোচনা। প্রয়োজনীয় সংশোধন
(যদি থাকে) সিদ্ধান্ত
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন জনাব মোঃ ইসহাক ভূঞা, সচিব, মৌলভীবাজার পৌরসভা । কার্যবিবরণী সঠিকভাবে লিখিত হয় ও সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। কোন সংশোধনীর প্রয়োজন নাই। সর্বসম্মতিক্রমে বিগত সভার কার্যবিবরণী অনুমোদিত হয়।

আলোচ্যসূচী ঃ ২। বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা

আলোচ্যসূচী : ২ (ক) ঃ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

ক্ষেত্র – ১ ঃ নাগরিক সচেতনতা ও তাদের অংশগ্রহণ (ঈরঃরুবহ অধিৎবহবংং ধহফ চধৎঃরপরঢ়ধঃরড়হ)

ক্র.নং আলোচ্যসূচী আলোচনা গৃহীত সিদ্ধান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মন্তব্য
১.১ ঞখঈঈ সভা অনুষ্ঠান ও কার্যবিবরণী প্রস্তুত ও বিতরণ।
যথাসময়ে পরবর্তী সভা আহবান করে ঞখঈঈ সভার কার্যবিবরণী তৈরী করা এবং সকল সদস্যদের মাঝে বিতরণ করা ও পরবর্তী সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা এবং প্রকল্প কার্যালয়ে প্রেরণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। যথাসময়ে সভা আহবান ও কার্যবিবরনী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সচিব
১.২ ডঈ ত্রৈমাসিক সভা অনুষ্ঠান ও কার্যবিবরণী প্রস্তুত ও বিতরণ।
যথাসময়ে পরবর্তী সভা আহবান করে ডঈ সভার কার্যবিবরণী তৈরী করা এবং সকল সদস্যদের মাঝে বিতরণ করা ও পরবর্তী সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা এবং প্রকল্প কার্যালয়ে প্রেরণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। যথাসময়ে সভা আহবান ও কার্যবিবরনী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ডঈ এর সদস্য সচিব
১.৩ নাগরিক সনদ তৈরী, প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন ও বাস্তবায়ণ। টএওওচ-ওওও প্রকল্পের নির্দেশনা মোতাবেক পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে এবং অফিস চত্বরসহ দেয়ালে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সভায় সদস্যগণ বিলবোর্ড এর তথ্য হালনাগাদ করায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান।
টএওওচ-ওওও এর নির্দেশনা মোতাবেক নাগরিক সনদ হালনাগাদ করে বিলবোর্ড আকারে জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সচিব ও
উপ সহকারী প্রকৌশলী (বিদ্রুৎ)
১.৪ সুনির্দিষ্ট কার্য পরিধিসহ এজঈ প্রাপ্ত অভিযোগ নথিভূক্ত ও কার্র্যকরী পদক্ষেপ গ্রহণ করা। প্রাপ্ত অভিযোগ/সমাধান কৃত অভিযোগ সমূহের বিবরণ পৌর পরিষদের মাসিক ও ঞখঈঈ সভায় আলোচনা করা।
সভায় সচিব জানান যে, এপ্রিল-জুন ২০১৮ কোয়াটারে ৫টি অভিযোগ পাওয়া যায়। যাহা অভিযোগ রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত বিষয় ৫টি সংশ্লিষ্ট সহকারীর মাধ্যমে তাৎক্ষনিক নি¯ত্তির ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পৌরসভার যে কোন বিষয়ের উপর অভিযোগ পাওয়া গেলে ইহা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সচিব
১.৫ বার্ষিক বাজেট অবমুক্ত ও ঞখঈঈ সভায় আলোচনা করা।
বার্ষিক বাজেটের বিস্তারিত বিবরণসহ অফিসে প্রদর্শন ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন অব্যাহত রাখার এবং ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও নাগরিক সেবা খাতে ব্যয় বৃদ্ধি রেখে বাজেট প্রণয়নের প্রস্তাব করা হয়। তাছাড়া দরিদ্র প্রতিনিধি মিসেস আম্বিয়্া বেগম প্রস্তাবিত বাজেটে দরিদ্রদের উন্নয়নে চজঅচ খাতে বেশী বরাদ্দ রাখার জন্য মেয়র মহোদয়কে অনুরোধ করেন।
২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন অব্যাহত রাখার এবং ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও নাগরিক সেবা খাতে ব্যয় বৃদ্ধি রেখে বাজেট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সচিব ও হিসাব রক্ষক
ক্ষেত্র – ২: নগর পরিকল্পনা (টৎনধহ চষধহহরহম)

২.১

বাজেট চাহিদাসহ বার্ষিক ঙ ্ গ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

টিএলসিসি সভায় জনাব মোঃ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী, ঙ ্ গ কর্মপরিকল্পনার আলোকে ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট এবং অর্থ সংস্থান সাপেক্ষে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ চলমান আছে বলে সভাকে অবহিত করেন।

ঙ ্ গ কর্ম পরিকল্পনা অনুযায়ী যেসব রাস্তা মেরামত করা প্রয়োজন ইহা মেরামত করার সিদ্ধান্ত হয় এবং ২০১৭-১৮ অর্থ বছরের ঙ ্ গ চষধহ অনুযায়ী কর্ম পরিকল্পনা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট সহকারী

২.২ অবকাঠামো নির্মান ও নিয়ন্ত্রণ। এপ্রিল – জুন ২০১৮ কোয়াটারে মোট ৩৭ টি আবেদন জমা পড়েছে এবং ৫৪ টি নকশা অনুমোদন দেয়া হয়েছে। ঙ ্ গ চষধহ বিন ংরঃব –এ প্রকাশের ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভবন নির্মাণের ক্ষেত্রে ভবন নির্মাণ আইন যথাযথভাবে অনুসরন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাহী প্রকৌশলী

ক্ষেত্র- ৩: নারী ও শহুরে দরিদ্র জনগোষ্ঠির সমতা ও অন্তর্ভূক্তিকরণ (ওহঃধমৎধঃরড়হ ড়ভ টৎনধহ ডড়সবহ ্ চড়ড়ৎ)
৩.১
এবহফবৎ অপঃরড়হ চষধহ (এঅচ) বিষয়ে আলোচনা। এঅচ এর আওতায় মহিলা নির্ভর পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৫জন মহিলার মধ্যে ০৫টি সেলাই মেশিন প্রদান করার এবং ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার জন্য ১৫জন মহিলাকে ১০,০০০/-(দশ হাজার)টাকা করে মোট ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পুঁজি হিসেবে এককালীন আর্থিক অনুদান প্রদান করার প্রস্তাব করা হয়। এছাড়াও দরিদ্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এবং কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। তাছাড়া মহিলাদের আতœনির্ভরশীল হওয়ার জন্য সাতরং ও টিউলিপ ট্রেনিং সেন্টারে পৌরসভার মাধ্যমে সেলাই, বুটিক ইত্যাদি প্রশিক্ষণের কার্যক্রম গ্রহনের প্রস্তাব করা হয়। এঅচ এর অধীন মহিলাদের উন্নয়নের জন্য প্রস্তাব অনুযায়ী বিভিন্ন প্রকল্প গ্রহন/প্রশিক্ষণ এর সিদ্ধান্ত গৃহীত হয়।

সচিব ও সংশ্লিষ্ট কমিটি
৩.২ চজঅচ এর মাসিক সভা এবং বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে পিএমও-তে প্রেরণ।
চজঅচ এর বাস্তবায়নের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ রাখা এবং কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা
চজঅচ এর আওতায় চলতি কোয়ার্টারে দরিদ্র পরিবারের উন্নয়ন/স্বাবলম্বী করার লক্ষ্যে ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা এককালীন অনুদান হিসেবে ব্যয় করার প্রস্তাব করা হয়। এছাড়া দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম বিতরণ এবং কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে মর্মে সভাকে অবহিত করা হয়।
দারিদ্র বিমোচনে প্রস্তাব অনুযায়ী পৌরসভার এসব কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
বস্তি উন্নয়ন কর্মকর্তা

ক্ষেত্র- ৪ ঃ স্থানীয় সম্পদ আহরন বৃদ্ধি ঃ

৪.১ পৌরকর নির্ধারণ ও কর আদায় সম্পর্কে আলোচনা। ট্যাক্স আদায় কার্যক্রমকে গতিশীল করার ব্যাপারে টিএলসিসি’র সকল সদস্য একমত পোষন করেন। ট্যাক্স আদায়ের হার বৃদ্ধির লক্ষ্যে শহরে মাইকিং, ফেষ্টুন, লোকাল টিভি চ্যানেল এবং বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব প্রদান করা হয়। আদায় কার্যক্রম অব্যাহত রয়েছে। সমগ্র পৌর এলাকায় পৌরকর পরিশোধের লক্ষ্যে ব্যাপকভাবে মাইকিং করার এবং ওয়ার্ড কাউন্সিলর এর নেতৃত্বে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

কর আদায়কারী

৪.২ কর বহির্ভূত রাজস্ব আদায়ের খাত চিহ্নিতকরণ।
কর বহির্ভূত রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের নতুন লাইসেন্স করার অভিযান চালানো হয়েছে। এছাড়া যেসকল বাড়িঘর পৌরসভা কর্তৃক নক্সা অনুমোদন ব্যতীত তৈরী করা হয়েছে সেসকল বাড়ির মালিককে নক্সা অনুমোদনের আওতায় এনে নির্ধারিত ফি আদায় করাসহ পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন ধরণের নতুন নতুন খাত খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়া হয়।
কর বহির্ভূত রাজস্ব কার্যক্রম অব্যাহত আছে। মোবাইল কোর্টের মাধ্যমে নতুন লাইসেন্স করার অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। যেসকল বাড়িঘর পৌরসভা কর্তৃক নক্সা অনুমোদন ব্যতীত তৈরী করা হয়েছে সেসকল বাড়ির মালিককে নক্সা অনুমোদনের আওতায় এনে নির্ধারিত ফি আদায় করাসহ কর বর্হিভূত অন্যান্য খাতে রাজস্ব আদায় জোরদার করার জন্য সংশ্লিষ্ট সহকারীদের নির্দেশ দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

কর নির্ধারক/ লাইসেন্স পরিদর্শক ও সংশ্লিষ্ট সহকারীগণ
৪.৩ কম্পিউটারাইজড ট্যাক্স ব্যবস্থা চলমান রাখা।
কার্যক্রম অব্যাহত রাখতে হবে। চলমান প্রক্রিয়া। কর আদায়কারী
৪.৪ কম্পিউটারাইজড পানির বিল ব্যবস্থা প্রবর্তন ও বিল আদায় সম্পর্কে আলোচনা। নিয়মিতভাবে পানির বিল সকল করদাতার নিকট পৌঁছানো হচ্ছে এবং পানির বিল আদায়ের লক্ষ্যে টীম গঠন করে বাড়ি বাড়ি অভিযান কর্মসূচী চালু করা হয়েছে। বিস্তারিত আলোচানার পর প্রত্যেক মাসে কম্পিউটারাইজড পানির বিল গ্রাহকের নিকট প্রেরণ এবং টীম গঠন করে আদায় কার্যক্রম জোরদান করার লক্ষ্যে গ্রাহকের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সহকারী প্রকৌশলী (পানি)

ক্ষেত্র- ৫ ঃ আর্থিক দায়বদ্ধতা এবং স্থায়িত্বশীলতা (ঋরহধহপরধষ অপপড়ঁহঃধনরষরঃু ধহফ ঝঁংঃধরহধনরষরঃু)

৫.১ মাসিক ও বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব বিবরণী প্রস্তুত রাখা। অডিট এন্ড একাউন্টস স্থায়ী কমিটি সচল রাখা ও মেয়র এর নিকট রিপোর্ট প্রেরণ করা। অডিট ও একাউন্টস বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক পৌরসভায় যাবতীয় হিসাব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করে মেয়র মহোদয়ের নিকট উপস্থাপন করা হয়েছে।
অডিট ও একাউন্টস বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক অভ্যন্তরীন নিরীক্ষা অব্যাহত আছে। অডিট ও একাউন্টস বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক পৌরসভার যাবতীয় হিসাব পরীক্ষা নিরীক্ষা করার কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত হয় এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করে মেয়র মহোদয়ের নিকট উপস্থাপন করার সিদ্ধান্ত হয়।
অডিট ও একাউন্স বিষয়ক স্থায়ী কমিটি/হিসাব রক্ষক
৫.২ কম্পিউটারাইজড হিসাব ব্যবস্থা প্রবর্তন ও চলমান রাখা।
হিসাব শাখার হিসাব সফটওয়ারের মাধ্যমে কাজ চলমান আছে। কার্যক্রম চলমান রাখতে হবে। হিসাব রক্ষক
ক্ষেত্র- ৬ ঃ প্রশাসনিক স্বচ্ছতা (অফসরহরংঃৎধঃরাব ঞৎধহংঢ়ধৎবহপু)

৬.১
টএওঅচ কার্যক্রম বাস্তবায়ণের ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও চগ ঙ তে প্রেরণ করা।
টএওঅচ এর ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও প্রেরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

সচিব
৬.২ স্থায়ী কমিটি গঠন, কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন ভিত্তিক সভা করা।
স্থানীয় সরকার বিভাগের জারীকৃত প্রজ্ঞাপন ও পিএমও নির্দেশ মোতাবেক পৌরসভার স্থায়ী কমিটি সমূহের এপ্রিল – জুন ২০১৮ পর্যন্ত প্রতিটি কমিটির সভা করা হয়েছে। স্থায়ী কমিটির সভা নিয়মিতভাবে কার্যকর করা এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও সদস্য সচিব
৬.৩ ঊ-এড়াবৎহধহপব ওয়েবসাইট কার্যক্রম চলমান রাখা ও জনগুরুত্বপূর্ন বিভিন্ন তথ্য সংযোজন করা মৌলভীবাজার পৌরসভার িি.ি গঁহরপরঢ়ধষরঃু সন.ড়ৎম নামে ওয়েব সাইট ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পৌরসভার চধমব এ সকল তথ্য আপ টু ডেট করা হচ্ছে এবং একই সাথে এসব তথ্য পৌরসভার নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হচ্ছে।
ওয়েব সাইটে ডাটা আপডেট রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সচিব
ক্ষেত্র- ৭ ঃ পৌরসভার প্রয়োজনীয় সেবা সচল রাখা (অপপবংং ঃড় ঝবৎারপব)

৭.১ বর্জ্য সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা। ক) পৌরসভার বর্জ্য সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা বিষয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয়। ডাম্পিং ষ্টেশনের ময়লা স্তুপাকৃতভাবে থাকায় শহরের সংগৃহীত ময়লা অপসারনে ক্ষেত্রে অসুবিধা হওয়ায় এসকেভেটর দ্বারা ড্রেসিং করা হয়েছে। বর্তমানে ময়লা-আবর্জনা ফেলতে কোন সমস্যা হচ্ছে না
ক) ময়লা-আবর্জনা অপসারনের ক্ষেত্রে ডাম্পিং ষ্টেশনে এসকেভেটর দ্বারা ড্রেসিং করায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানানো হয় এবং এ ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলর (সকল)
সি.আই এবং সকল নাগরিকবৃন্দ

৭.২ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সম্পর্কে আলোচনা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সম্পর্কে সভায় আলোচনা করা হয়। জুন ২০১৮ এর মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার প্রস্তাব করা হয়।
বকেয়া বিদ্যুৎ বিল জুন ২০১৮ এর মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও হিসাব রক্ষক
৭.৩ সড়ক বাতি কার্যকর রাখার বিষয়ে আলোচনা
সভায় সড়ক বাতি কার্যকর রাখার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় সড়ক বাতির সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাওয়া মেয়র মহোদয়কে ধন্যবাদ জানানো হয়। সড়ক বাতির সেবার নাম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
৭.৪ গড়নরষব গধরহঃবহধহপব ঞবধস বিষয়ে আলোচনা গড়নরষব গধরহঃবহধহপব ঞবধস এর আওতায় অগ্রাধিকার ভিত্তিক অবকাঠামো ও স্থাপনা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। ক্ষতিগ্রস্থ রাস্তা গড়নরষব গধরহঃবহধহপব ঞবধস এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করার জন্য অনুরোধ করা হয়।
ক্ষতিগ্রস্থ রাস্তা গড়নরষব গধরহঃবহধহপব ঞবধস এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করার সিদ্ধান্ত হয়। নির্বাহী প্রকৌশলী/ সহকারী প্রকৌশলী
৭.৫ ড্রেন পরিস্কার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা টিএলসিসি’র সদস্য জনাব এডঃ রাধাপদ দেব সজল সভায় জানান যে, মৌলভীবাজার পৌরসভা একটি পরিচ্ছন্ন শহর। কোদালীছড়া খনন এবং ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতার মাধমে শহরের জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে মেয়রের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্য মেয়র মহোদয়কে অনুরোধ করেন।
নাগরিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে শহরের রাস্তা-ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট কমিটি ও সি.আই
ক্ষেত্র- ৮ ঃ বিবিধ

৮.১ পৌর এলাকায় ভবন নির্মাণ বিধিমালা অনুসরন প্রসঙ্গে

সভায় এলজিইডি প্রতিনিধি সহকারী প্রকৌশলী জনাব মোঃ ইব্রাহিম মিয়া জানান যে, মৌলভীবাজার পৌর এলাকায় নতুন নতুন ভবন নির্মান বৃদ্ধি পাচ্ছে। ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার নক্সা অনুমোদন কমিটির সুপারিশ এবং নির্মাণ বিধিমালা অনুযায়ী পৌরসভা কর্তৃক নক্সা অনুমোদনের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন।
আলোচনান্তে নক্সা অনুমোদন কমিটির সুপারিশ এবং নির্মাণ বিধিমালা অনুযায়ী পৌরসভা কর্তৃক নক্সা অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাহী প্রকৌশলী
৮.২ প্রকল্পের বিপরীতে অধিক অর্থ বরাদ্দ প্রসঙ্গে। টিএলসিসি’র সদস্য জনাব মোঃ আক্তারুজ্জামান এবং জনাব মোঃ আকবর আলী বলেন যে, মৌলভীবাজার পৌরসভার উন্নয়নের ক্ষেত্রে টএওওচ-ওওও প্রকল্প গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এক্ষেত্রে তিনি পৌরসভার ব্যাপক উন্নয়নের লক্ষ্যে প্রকল্প হতে আরও অধিক অর্থ বরাদ্দের জন্য প্রকল্প পরিচালক মহোদয়কে অনুরোধ করেন। প্রস্তাব মোতাবেক প্রকল্প হতে পৌরসভার উন্নয়নের স্বার্থে অধিক অর্থ বরাদ্দের জন্য প্রকল্প পরিচালক মহোদয়কে অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নির্বাহী প্রকৌশলী
৮.৩ রোলার ও গার্বেজ ট্রাক বরাদ্দ প্রসঙ্গে। পৌর এলাকার বিশিষ্ট নাগরিক ও ঠিকাদার জনাব সৈয়দ জয়নাল আবেদীন কুটি বলেন যে, পৌর এলাকার উন্নয়নে রাস্তা ড্রেন প্রশস্ততার ক্ষেত্রে টএওওচ-ওওও প্রকল্প গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। পৌরসভার উন্নয়ন কাজের সুবিধার্থে একটি ৮টন রোলার, টায়ার রোলার এবং মিনি গার্বেজ ট্রাক সরবরাহের জন্য প্রকল্প পরিচালক মহোদয়কে অনুরোধ করেন। পৌরসভার উন্নয়ন কাজের সুবিধার্থে একটি ৮টন রোলার, টায়ার রোলার এবং মিনি গার্বেজ ট্রাক সরবরাহের জন্য প্রকল্প পরিচালক মহোদয়কে অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নির্বাহী প্রকৌশলী

৮.৪ টিএলসিসি’র সদস্য মিসেস সেলিনা বেগম জানান যে, মৌলভীবাজার শহরের রাস্তাঘাট, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত থাকায় তিনি পৌল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

৮.৫ স্কুল এর সামনে শেড নির্মাণ প্রসঙ্গে। টিএলসিসি’র সদস্য মিসেস রুহেনা খানম বলেন যে, মৌলভীবাজার পৌরসভার মাননীয় মেয়র নগর পিতা হিসেবে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জলাবদ্ধতামৃক্ত পরিচ্ছন্ন শহর গঠনে ভূমিকা রাখায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান এবং বাজার স্কুলের সামনে একটি অভিভাবক ছাউনি নির্মাণের অনুরোধ করেন।
বাজার স্কুলের সামনে একটি অভিভাবক ছাউনি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাহী প্রকৌশলী

৮.৬ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বাবু পার্থ সারথী দত্ত কাননগো বলেন যে, পৌর কর্তৃপক্ষ শহরের ময়লা-আবর্জনা নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন করায় মৌলভীবাজার শহরটি একটি পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। এ জন্য তিনি মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

৮.৭ নান্দনিক শহর টিএলসিসি’র অন্যতম সদস্য জনাব মিছবাউর রহমান জানান যে, মৌলভীবাজার শহর একটি পরিচ্ছন্ন শহর। মৌলভীবাজার পৌর এলাকাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য শাহ মোস্তফা সড়কের উত্তর পার্শ্বে অবস্থিত বেরির লেইককে টএওওচ-ওওও প্রকল্পের মাধ্যমে একটি উন্নয়ন প্রকল্প গ্রহনের জন্য পিডি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেন এবং পৌর মেয়রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন। টএওওচ-ওওও প্রকল্পের মাধ্যমে মৌলভীবাজার শহরকে নান্দনিক বিনোদন কেন্দ্র হিসেবে হাতির ঝিল এর ন্যায় গড়ে তোলার লক্ষ্যে “বেরির লেইক উন্নয়ন প্রকল্প” গ্রহনের জন্য পিডি মহোদয়কে অনুরোধ জানিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। মেয়র
৮.৮ প্রধান অতিথির বক্তব্য টএওওচ-ওওও প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব এ কে এম রেজাউল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত ঞখঈঈ সভায় উপস্থিত থাকতে পেরে আনন্দিত। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি জানান যে, টএওওচ-ওওও প্রকল্পের মাধ্যমে গঠিত ঞখঈঈ কমিটি পরবর্তীতে “স্থানীয় সরকার পৌরসভা আইন/২০০৯” এ আইনে পরিণত হয়েছে। পৌরসভার সার্বিক উন্নয়নের উপর এ কমিটির গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। কোদালীছড়া খননসহ পৌর এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। শহরের কোথাও কোন জলাবদ্ধতা নেই এবং এটি একটি পরিচ্ছন্ন শহর হওয়ায় তিনি অভিভূত হয়ে অত্র পৌরসভার মেয়র মহোদয়ের “ভূয়সী প্রষংসা” করেন। তিনি আরও মনে করেন যে, মৌলভীবাজার পৌরসভার কার্যক্রমে ঞখঈঈ সদস্যদের প্রেরণা ও ইচ্ছাশক্তি বেশি। ঞখঈঈ সদস্যদের এধারা অব্যাহত থাকলে টএওওচ-ওওও প্রকল্পভূক্ত পৌরসভার মধ্যে মৌলভীবাজার পৌরসভা ১ম হবে এবং পৌরসভার সেবার মান আরও বৃদ্ধি পাবে।
এঅচ ও চজঅচ এর আওতায় মৌলভীবাজার পৌরসভাকে নারী ও শিশু উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বি করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করতে হবে। জেন্ডার সমতার প্রতি খেয়াল রাখতে হবে এবং ঙ ্ গ খাতে কাজের পরিমাণ বৃদ্ধি করতে হবে। শহরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা করা প্রয়োজন। পৌরসভার ওয়েব সাইট যাতে হালনাগাদ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি পৌরসভার সফলতা কামনা করে মেয়র মহোদয়সহ উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।

অত:পর আর কোন আলোচনা না থাকায় প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

সদস্য সচিব, ঞখঈঈ ( মো: ফজলুর রহমান )
ও সচিব মেয়র
মৌলভীবাজার পৌরসভা মৌলভীবাজার পৌরসভা
মৌলভীবাজার। মৌলভীবাজার।

স্মারক নং মৌঃপৌঃ/প্রশাঃ/টিএলসিসি/১৮/১৪৯৭(৫৫) তারিখ ঃ ১০/০৫/২০১৮
অনুলিপি ঃ

১। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্ল্ ীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা – ১০০০ ।
২। প্রকল্প পরিচালক, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা – ১২০৭ ।
৩। টীম লিডার, এওঈউ, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা – ১২০৭।
৪। আঞ্চলিক সমন্বয়কারী, ময়মনসিংহ অঞ্চল,
৫। জনাব ……………………………………………………………………………………., সদস্য, ঞখঈঈ মৌলভীবাজার পৌরসভা।
৬। সংশ্লিষ্ট নথি।
মেয়র
ও সভাপতি
নগর সমন্বয় কমিটি (ঞখঈঈ)
মৌলভীবাজার পৌরসভা
মৌলভীবাজার।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (টএওওচ-ওওও)
মৌলভীবাজার পৌরসভা কার্যালয়, মৌলভীবাজার।
নগর সমন্বয় কমিটির (ঞখঈঈ) সভার কার্যবিবরণী
মার্চ/২০১৮ইং।

সভার স্থান : পৌর সভাকক্ষ তারিখ : ২৮/০৩/২০১৮ইং সময় : সকাল- ১১.০০ ঘটিকা সভাপতি : জনাব মো: ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা।

সভায় উপস্থিতি : পরিশিষ্ট- ‘ক’ দ্রষ্টব্য।

আলোচ্যসূচী : ১ । বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

ক্রমিক নং বিগত সভার কার্যবিবরণী পাঠ কার্যবিবরণী সঠিকভাবে লিখিত হওয়ার বিষয়ে আলোচনা। প্রয়োজনীয় সংশোধন
(যদি থাকে) সিদ্ধান্ত
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন জনাব মোঃ ইসহাক ভূঞা, সচিব, মৌলভীবাজার পৌরসভা । কার্যবিবরণী সঠিকভাবে লিখিত হয় ও সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। কোন সংশোধনীর প্রয়োজন নাই। সর্বসম্মতিক্রমে বিগত সভার কার্যবিবরণী অনুমোদিত হয়।

আলোচ্যসূচী ঃ ২। বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা

আলোচ্যসূচী : ২ (ক) ঃ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

ক্ষেত্র – ১ ঃ নাগরিক সচেতনতা ও তাদের অংশগ্রহণ (ঈরঃরুবহ অধিৎবহবংং ধহফ চধৎঃরপরঢ়ধঃরড়হ)

ক্র.নং আলোচ্যসূচী আলোচনা গৃহীত সিদ্ধান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মন্তব্য
১.১ ঞখঈঈ সভা অনুষ্ঠান ও কার্যবিবরণী প্রস্তুত ও বিতরণ।
যথাসময়ে পরবর্তী সভা আহবান করে ঞখঈঈ সভার কার্যবিবরণী তৈরী করা এবং সকল সদস্যদের মাঝে বিতরণ করা ও পরবর্তী সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা এবং প্রকল্প কার্যালয়ে প্রেরণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। যথাসময়ে সভা আহবান ও কার্যবিবরনী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সচিব
১.২ ডঈ ত্রৈমাসিক সভা অনুষ্ঠান ও কার্যবিবরণী প্রস্তুত ও বিতরণ।
যথাসময়ে পরবর্তী সভা আহবান করে ডঈ সভার কার্যবিবরণী তৈরী করা এবং সকল সদস্যদের মাঝে বিতরণ করা ও পরবর্তী সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা এবং প্রকল্প কার্যালয়ে প্রেরণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। যথাসময়ে সভা আহবান ও কার্যবিবরনী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ডঈ এর সদস্য সচিব
১.৩ নাগরিক সনদ তৈরী, প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন ও বাস্তবায়ণ। টএওওচ-ওওও প্রকল্পের নির্দেশনা মোতাবেক পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে এবং অফিস চত্বরসহ দেয়ালে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সভায় সদস্যগণ বিলবোর্ড এর তথ্য হালনাগাদ করায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান।
টএওওচ-ওওও এর নির্দেশনা মোতাবেক নাগরিক সনদ হালনাগাদ করে বিলবোর্ড আকারে জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সিদ্ধান্ত গৃহীত হয়।
সচিব ও
উপ সহকারী প্রকৌশলী (বিদ্রুৎ)
১.৪ সুনির্দিষ্ট কার্য পরিধিসহ এজঈ প্রাপ্ত অভিযোগ নথিভূক্ত ও কার্র্যকরী পদক্ষেপ গ্রহণ করা। প্রাপ্ত অভিযোগ/সমাধান কৃত অভিযোগ সমূহের বিবরণ পৌর পরিষদের মাসিক ও ঞখঈঈ সভায় আলোচনা করা।
সভায় সচিব জানান যে, জানুয়ারী-মার্চ ২০১৮ কোয়াটারে ৩টি অভিযোগ পাওয়া যায়। যাহা অভিযোগ রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত বিষয় ৩টি সংশ্লিষ্ট সহকারীর মাধ্যমে তাৎক্ষনিক নি¯ত্তির ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পৌরসভার যে কোন বিষয়ের উপর অভিযোগ পাওয়া গেলে ইহা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সচিব
১.৫ বার্ষিক বাজেট অবমুক্ত ও ঞখঈঈ সভায় আলোচনা করা।
বার্ষিক বাজেটের বিস্তারিত বিবরণসহ অফিসে প্রদর্শন ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন অব্যাহত রাখার প্রস্তাব করা হয়।
২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
হিসাব রক্ষক
ক্ষেত্র – ২: নগর পরিকল্পনা (টৎনধহ চষধহহরহম)

২.১
২.২ বাজেট চাহিদাসহ বার্ষিক ঙ ্ গ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
অবকাঠামো নির্মান ও নিয়ন্ত্রন টিএলসিসি সভায় জনাব মোঃ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী, ঙ ্ গ কর্মপরিকল্পনার আলোকে ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট এবং অর্থ সংস্থান সাপেক্ষে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ চলমান আছে বলে সভাকে অবহিত করেন।
জানুয়ারী – মার্চ ২০১৮ কোয়াটারে মোট ৩৮টি আবেদন জমা পড়েছে এবং ২৭টি নকশা অনুমোদন দেয়া হয়েছে। ঙ ্ গ খাতে কোদালী ছড়া সংস্কার ও খনন কাজে এ পর্যন্ত প্রায় ১০,০০,০০০/- টাকা ব্যয় হয়েছে। তাছাড়া খনন কাজ এখনও চলমান রয়েছে। ঙ ্ গ কর্ম পরিকল্পনা অনুযায়ী যেসব রাস্তা মেরামত করা প্রয়োজন ইহা মেরামত করার সিদ্ধান্ত হয় এবং ২০১৭-১৮ অর্থ বছরের ঙ ্ গ চষধহ অনুযায়ী কর্ম পরিকল্পনা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। ঙ ্ গ চষধহ বিন ংরঃব –এ প্রকাশের ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভবন নির্মাণের ক্ষেত্রে ভবন নির্মাণ আইন যথাযথভাবে অনুসরন করার পরামর্শ দেয়া হয়।

নির্বাহী প্রকৌশলী ও হিসাব রক্ষক

ক্ষেত্র- ৩: নারী ও শহুরে দরিদ্র জনগোষ্ঠির সমতা ও অন্তর্ভূক্তিকরণ (ওহঃধমৎধঃরড়হ ড়ভ টৎনধহ ডড়সবহ ্ চড়ড়ৎ)

৩.১
এবহফবৎ অপঃরড়হ চষধহ (এঅচ) বিষয়ে আলোচনা। এঅচ এর আওতায় মহিলাদের উন্নয়ন/স্বাবলম্ভী করার লক্ষ্যে দরিদ্র মহিলাদের মধ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দরিদ্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তাছাড়া বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে মর্মে সভায় আলোচনা করা হয়।
এঅচ এর অধীন মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন/প্রশিক্ষণ এর সিদ্ধান্ত গৃহীত হয়।

সচিব ও সংশ্লিষ্ট কমিটি
৩.২ চজঅচ এর মাসিক সভা এবং বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে পিএমও-তে প্রেরণ।
চজঅচ এর বাস্তবায়নের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ রাখা এবং কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা
চজঅচ এর আওতায় ২০টি ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারকে উন্নয়ন/স্বাবলম্ভী করার লক্ষ্যে প্রতি পরিবারকে ১০,০০০/-(দশ হাজার) টাকা মোট ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তাছাড়া বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে মর্মে সভাকে অবহিত করা হয়।
দারিদ্র বিমোচনে পৌরসভার এসব কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
বস্তি উন্নয়ন কর্মকর্তা
ক্ষেত্র- ৪ ঃ স্থানীয় সম্পদ আহরন বৃদ্ধি ঃ
৪.১ পৌরকর নির্ধারণ ও কর আদায় সম্পর্কে আলোচনা। ট্যাক্স আদায় কার্যক্রমকে গতিশীল করার ব্যাপারে টিএলসিসি’র সকল সদস্য একমত পোষন করেন। ট্যাক্স আদায়ের হার বৃদ্ধির লক্ষ্যে শহরে মাইকিং, ফেষ্টুন, লোকাল টিভি চ্যানেল এবং বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব প্রদান করা হয়। আদায় কার্যক্রম অব্যাহত রয়েছে। সমগ্র পৌর এলাকায় পৌরকর পরিশোধের লক্ষ্যে ব্যাপকভাবে মাইকিং করার এবং ওয়ার্ড কাউন্সিলর এর নেতৃত্বে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সচিব, কর আদায়কারী
৪.২ কর বহির্ভূত রাজস্ব আদায়ের খাত চিহ্নিতকরণ।
কর বহির্ভূত রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের নতুন লাইসেন্স করার অভিযান চালানো হয়েছে। এছাড়া যেসকল বাড়িঘর পৌরসভা কর্তৃক নক্সা অনুমোদন ব্যতীত তৈরী করা হয়েছে সেসকল বাড়ির মালিককে নক্সা অনুমোদনের আওতায় এনে নির্ধারিত ফি আদায় করাসহ পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন ধরণের নতুন নতুন খাত খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়া হয়।
কর বহির্ভূত রাজস্ব কার্যক্রম অব্যাহত আছে। মোবাইল কোর্টের মাধ্যমে নতুন লাইসেন্স করার অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। যেসকল বাড়িঘর পৌরসভা কর্তৃক নক্সা অনুমোদন ব্যতীত তৈরী করা হয়েছে সেসকল বাড়ির মালিককে নক্সা অনুমোদনের আওতায় এনে নির্ধারিত ফি আদায় করাসহ কর বর্হিভূত অন্যান্য খাতে রাজস্ব আদায় জোরদার করার জন্য সংশ্লিষ্ট সহকারীদের নির্দেশ দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

কর নির্ধারক/ লাইসেন্স পরিদর্শক ও সংশ্লিষ্ট সহকারীগণ
৪.৩ কম্পিউটারাইজড ট্যাক্স ব্যবস্থা চলমান রাখা। কার্যক্রম অব্যাহত রাখতে হবে। চলমান প্রক্রিয়া। কর আদায়কারী
৪.৪ কম্পিউটারাইজড পানির বিল ব্যবস্থা প্রবর্তন ও বিল আদায় সম্পর্কে আলোচনা। নিয়মিতভাবে পানির বিল সকল করদাতার নিকট পৌঁছানো হচ্ছে এবং পানির বিল আদায়ের লক্ষ্যে টীম গঠন করে বাড়ি বাড়ি অভিযান কর্মসূচী চালু করা হয়েছে। বিস্তারিত আলোচানার পর প্রত্যেক মাসে কম্পিউটারাইজড পানির বিল গ্রাহকের নিকট প্রেরণ এবং টীম গঠন করে আদায় কার্যক্রম জোরদান করার লক্ষ্যে গ্রাহকের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সহকারী প্রকৌশলী (পানি)
ক্ষেত্র- ৫ ঃ আর্থিক দায়বদ্ধতা এবং স্থায়িত্বশীলতা (ঋরহধহপরধষ অপপড়ঁহঃধনরষরঃু ধহফ ঝঁংঃধরহধনরষরঃু)
৫.১ মাসিক ও বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব বিবরণী প্রস্তুত রাখা। অডিট এন্ড একাউন্টস স্থায়ী কমিটি সচল রাখা ও মেয়র এর নিকট রিপোর্ট প্রেরণ করা। অডিট ও একাউন্টস বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক পৌরসভায় যাবতীয় হিসাব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করে মেয়র মহোদয়ের নিকট উপস্থাপন করা হয়েছে।
অডিট ও একাউন্টস বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক অভ্যন্তরীন নিরীক্ষা অব্যাহত আছে। অডিট ও একাউন্টস বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক পৌরসভার যাবতীয় হিসাব পরীক্ষা নিরীক্ষা করার কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত হয় এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করে মেয়র মহোদয়ের নিকট উপস্থাপন করার সিদ্ধান্ত হয়।
অডিট ও একাউন্স বিষয়ক স্থায়ী কমিটি/হিসাব রক্ষক
৫.২ কম্পিউটারাইজড হিসাব ব্যবস্থা প্রবর্তন ও চলমান রাখা।
হিসাব শাখার হিসাব সফটওয়ারের মাধ্যমে কাজ চলমান আছে। কার্যক্রম চলমান রাখতে হবে। হিসাব রক্ষক
ক্ষেত্র- ৬ ঃ প্রশাসনিক স্বচ্ছতা (অফসরহরংঃৎধঃরাব ঞৎধহংঢ়ধৎবহপু)

৬.১
টএওঅচ কার্যক্রম বাস্তবায়ণের ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও চগ ঙ তে প্রেরণ করা। টএওঅচ এর ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও প্রেরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

সচিব
৬.২ স্থায়ী কমিটি গঠন, কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন ভিত্তিক সভা করা। স্থানীয় সরকার বিভাগের জারীকৃত প্রজ্ঞাপন ও পিএমও নির্দেশ মোতাবেক পৌরসভার স্থায়ী কমিটি সমূহের জানুয়ারী – মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিটি কমিটির সভা করা হয়েছে। স্থায়ী কমিটির সভা নিয়মিতভাবে কার্যকর করা এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও সদস্য সচিব
৬.৩ ঊ-এড়াবৎহধহপব ওয়েবসাইট কার্যক্রম চলমান রাখা ও জনগুরুত্বপূর্ন বিভিন্ন তথ্য সংযোজন করা মৌলভীবাজার পৌরসভার িি.ি গঁহরপরঢ়ধষরঃু সন.ড়ৎম নামে ওয়েব সাইট ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পৌরসভার চধমব এ সকল তথ্য আপ টু ডেট করা হচ্ছে এবং একই সাথে এসব তথ্য পৌরসভার নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হচ্ছে।
ওয়েব সাইটে ডাটা আপডেট রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সচিব
ক্ষেত্র- ৭ ঃ পৌরসভার প্রয়োজনীয় সেবা সচল রাখা (অপপবংং ঃড় ঝবৎারপব)

৭.১ বর্জ্য সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা। ক) পৌরসভার বর্জ্য সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা বিষয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয়। ডাম্পিং ষ্টেশনের ময়লা স্তুপাকৃতভাবে থাকায় শহরের সংগৃহীত ময়লা অপসারনে ক্ষেত্রে অসুবিধা হওয়ায় এসকেভেটর দ্বারা ড্রেসিং করা হয়েছে। বর্তমানে ময়লা-আবর্জনা ফেলতে কোন সমস্যা হচ্ছে না

খ) ক্লিন সিটির কার্যক্রমের আওতায় ৯টি ওয়ার্ডে ৫টি পিকআপ ট্রাক ও হোটেল রেস্তোরার আবর্জনা সংগ্রহে ১টি ট্রাক এবং ক্লিনিকের বর্জ্য ভ্যানগাড়ি দ্বারা নিয়মিত অপসারণ করা হচ্ছে।

গ) টিএলসিসি’র সদস্য মিসেস রুহেনা আক্তার খানম জানান যে, পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ধনী গরীব সকলকে বর্জ্য সংগ্রহ, অপসারণের আওতায় এনে আর্থিক সামর্থ অনুযায়ী সকল পরিবার থেকে বর্জ্য সংগ্রহ ও অপসারণের সার্ভিস চার্জ আদায় করার প্রস্তার করেন।
ক) ময়লা-আবর্জনা অপসারনের ক্ষেত্রে ডাম্পিং ষ্টেশনে এসকেভেটর দ্বারা ড্রেসিং করায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানানো হয় এবং এ ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
খ) পৌর এলাকার বর্জ্য সংগ্রহ ও অপসারণের সার্ভিস চার্জ এর বিষয়ে আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলর (সকল)
সি.আই এবং সকল নাগরিকবৃন্দ

কাউন্সিলর (সকল)
ও সি.আই
৭.২ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সম্পর্কে আলোচনা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সম্পর্কে সভায় আলোচনা করা হয়। আগামী জুন মাসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার প্রস্তাব করা হয়। বকেয়া বিদ্যুৎ বিল আগামী জুন মাসের মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও হিসাব রক্ষক
৭.৩ ড্রেন পরিস্কার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা টিএলসিসি’র সদস্য মিসেস সেলিনা বেগম ড্রেন পরিস্কার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বলেন যে, বস্তিবাসী লোকদের বর্জ্য যাতে ড্রেনে না ফেলে সে ব্যাপারে সচেতন করার পরামর্শ দেন। ডঈ, ঝওঈ, ঈইঙ ও উঠান বৈঠকের মাধ্যমে ময়লা আবর্জনা যাতে ড্রেনে না ফেলে সে ব্যাপারে পাড়ায় পাড়ায় ০১টি র‌্যালি করে জনসচেতনতা বৃদ্ধির করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট কমিটি ও সি.আই
ক্ষেত্র- ৮ ঃ বিবিধ

৮.১ কোদালী ছড়া বিষয়ে আলোচনা সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিএলসিসি’র সকল সদস্যদের অবগতির জন্য বলেন যে, মৌলভীবাজার পৌর এলাকার পানি নিস্কাশনের একমাত্র খাল কোদালী ছড়া । উক্ত খালটি দীর্ঘদিন থেকে ময়লা আবর্জনা দ্বারা ভরাট হওয়ায় শহরের বিভিন্ন রাস্তাসহ নিুাঞ্চল বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে পড়ত। এ সমস্যাটি দীর্ঘদিনের ছিল। এ বছর পৌর মেয়র জনাব মোঃ ফজলুর রহমানের উদ্যোগে মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ, মাদ্রাসা, সরকারী, বেসরকারী প্রশাসন, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোদালী ছড়া পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়। এর প্রেক্ষিতে যে জনসচেতনতা সৃষ্টি হয়েছে, তাকে কাজে লাগিয়ে পরবর্তীতে মৌলভীবাজার পৌরসভার নিজস্ব অর্থায়নে দুইটি এসকেভেটর গাড়ি দ্বারা কোদালী ছড়া খনন করা হয়েছে এবং পাশাপাশি খননকৃত মাটি দ্বারা মহিলা কলেজের সমুখস্থ ডোবা ও পৌরসভা আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠের আংশিক ভরাট করে দেয়া হয়েছে। উক্ত কাজ বাস্তবায়নকালে জনসাধারণ নিজ উদ্যোগে তাদের সীমানা প্রাচীর ভেঙ্গে কোদালী ছড়া খনন কাজে সহযোগিতা করেছেন। উক্ত কাজ বাস্তবায়নে পৌরসভার ৫টি ট্রাক, ১টি ট্রাক্টর, ২টি লোডার মেশিনসহ প্রতিদিন প্রায় ৩০জন শ্রমিক কাজ করেছে। কোদালী ছড়া খনন কাজ প্রায় সমাপ্তির পথে। সম্পূর্ন কাজ বাস্তবায়ণ করতে পৌরসভার সর্ব প্রকার ব্যয় একত্রিত করলে প্রায় ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা ব্যয় হয়েছে মর্মে সভায় অবহিত করা হয়। টিএলসিসি সদস্য জনাব মিছবাউর রহমান, জনাব আক্তারুজ্জামান, জনাব এডঃ রাধাপদ দেব সজল, মিসেস ছবি রানী দেব, মিসেস রুহেনা আক্তান খানম, মিসেস সেলিনা বেগম তাঁদের বক্তব্যে কোদালী ছড়া খনন কাজটি মৌলভীবাজার পৌরসভার একটি গুরুত্বপূর্ন কাজ। উক্ত কাজ সুন্দর ও সঠিকভাবে বাস্তবায়িত হওয়ায় মৌলভীবাজার পৌরসভার মেয়র, কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকলকে টিএলসিসি’র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সচিব
৮.২ মশক নিধণ বিষয়ে আলোচনা টিএলসিসি’ র দরিদ্র শ্রেণীর প্রতিনিধি মিসেস আম্বিয়া বেগম বলেন যে, শহরে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ঔষধ ছিটিয়ে মশক নিধন করার প্রস্তাব করেন। বিস্তারিত আলোচনান্তে প্রত্যেকের বাসা বাড়ির আঙ্গিনা, ঝোপ-জঙ্গল ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলর (সকল)
ও সি.আই
অত:পর আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সদস্য সচিব, ঞখঈঈ ( মো: ফজলুর রহমান )
ও সচিব মেয়র
মৌলভীবাজার পৌরসভা মৌলভীবাজার পৌরসভা

স্মারক নং মৌঃপৌঃ/প্রশাঃ/টিএলসিসি/১৮/৯০৭(৫৫) তারিখ ঃ ২৮/০৩/২০১৮

অনুলিপি ঃ

১। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্ল্ ীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা – ১০০০ ।
২। প্রকল্প পরিচালক, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা – ১২০৭ ।
৩। টীম লিডার, এওঈউ, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা – ১২০৭।
৪। আঞ্চলিক সমন্বয়কারী, ময়মনসিংহ অঞ্চল,
৫। জনাব ……………………………………………………………………………………., সদস্য, ঞখঈঈ মৌলভীবাজার পৌরসভা।
৬। সংশ্লিষ্ট নথি।

মৌলভীবাজার পৌরসভা

    মৌলভীবাজার।

আগামী ১৮/০৬/২০১৮ খ্রি: মৌলভীবাজার ৬ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, এম.পি। পৌরসভার মাননীয় মেয়র জনাব মো: ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর কাউন্সিলরগণ সহ প্রশাসনের উধ্বর্তন কর্মকতাগণ।

মোঃ ফজলুর রহমান
মেয়র
মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার পৌরসভা

    মৌলভীবাজার।

স্মারক নং- মৌ পৌ/প্রশা /সাধা /ঈদ-২০১৮/                                                                                 তারিখ ঃ

ঈদ মোবারক                                                             ঈদ মোবারক                                                    ঈদ মোবারক

এতদ্বারা মৌলভীবাজারের সম্মানিত মুসলিম জনসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০১৮খ্রিঃ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহমোস্তফা( র:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল- আযহা এর তিনটি জামাত অনুষ্ঠিত হইবে।

(ক) প্রথম জামাত সকাল ৭.০০ টায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করিবেন মুফতি মোহাম্মদ শামছূল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে মসজিদ ও অধ্যক্ষ হযরত সৈয়দ শাহ মোস্তফা(রঃ) টাউন কামিল মাদ্রাসা, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন হাফিজ মাওলানা জনাব বজলুর রহমান, সানী ইমাম, দরগাহ জামে মসজিদ, মৌলভীবাজার।

(খ) দ্বিতীয় জামাত সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত হইবে । দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন মাওলানা মো: মুহিবুর রহমান, খতিব, পশ্চিমবাজার জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মাওলনা আশিকুল হক, ইমাম, সরকারি ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদ, মৌলভীবাজার।

(গ) তৃতীয় জামাত সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। তৃতীয় জামাতে ইমামতি করিবেন মাওলানা মুফতি শামছুজ্জোহা, ইমাম, সুলতানপুর জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন হাফেজ মাওলানা আহমদ শফি জামিল, ইমাম, দর্জির মহল জামে মসজিদ মসজিদ, মৌলভীবাজার।

(মোঃ ফজলুর রহমান)
মেয়র
মৌলভীবাজার পৌরসভা

TLCC

দৈনিক  মানবজমিন

ঢাকা, ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার

পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাশ্রম

প্রাণ ফিরলো কুদালী ছড়ার

এক্সক্লুসিভ

ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে | ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার | সর্বশেষ আপডেট: ১২:২৫

নামে কুদালী ছড়া। আর কাজের চাপ নদীর মতোই। কিন্তু তার কদর কিংবা যত্ন নেই বিন্দুমাত্র। ছোট্ট ছড়াটির উপর বড় ধকল। জন্ম থেকে না হলেও এখন যেন এমনটিই ছড়াটির নিয়তি। শুরু থেকে এখনো একাই সামাল দিতে হয় শহর ও গ্রাম। প্রতিনিয়ত এমন অযাচিত অত্যাচারের দৃশ্য চলমান। জানা গেল ছড়াটি বর্ষিজোড়া পাহাড় থেকে শুরু হয়ে শহর ও গ্রাম দিয়ে বয়ে হাইল হাওরেই শেষ। নাব্য হ্রাস আর দু’তীরে অবৈধ দখলদারিত্বে বিলীন হতে চলেছিল কুদালী ছড়া।  প্রতিনিয়তই এমন জন উপদ্রবে এক সময়ের স্রোতস্বিনী কুদালী ছড়াটি হয়ে পড়ে মৃত্যুপথযাত্রী।

আর এ কারণেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় শহরবাসীর অসহনীয় দুর্ভোগ। ছড়াটির এমন আত্মহনন রোধে উদ্যোগী হন মৌলভীবাজারের পৌর মেয়র। পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানায় জেলা প্রশাসনও। তাদের যৌথ উদ্যোগে শহরের জলাবদ্ধতা নিরসনে কুদালী ছড়া রক্ষায় নানা শ্রেণি-পেশার মানুষকে নিয়ে হয় বৈঠক। জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত ওই বৈঠকে সম্মিলিত সিদ্ধান্ত আসে ১০ই ফেব্রুয়ারি স্বেচ্ছাশ্রমে কুদালী ছড়া খননের। এমন সিদ্ধান্তে অনুপ্রাণিত হন স্থানীয় বাসিন্দারা। সকলেই কোদালী ছড়া বাঁচাতে স্বেচ্ছাশ্রমে অংশ নিতে আগ্রহী হন। ওইদিন পৌরসভার আওতাধীন প্রায় ৪ কিলোমিটার অংশে কুদালী ছড়া পরিষ্কার পরিচ্ছন্নতায় স্বতঃস্ফূর্ত অংশ নেন সহস্রাধিক মানুষ। জানা যায় কুদালী ছড়ার দৈর্ঘ্য হচ্ছে ১৭ কিলোমিটার। পৌরসভা ছাড়াও ৩টি ইউনিয়নের কয়েকটি গ্রাম দিয়েও প্রবাহিত হচ্ছে ছড়াটি। সে কারণে ছড়াটি শহরবাসীর জন্য যে শুধু জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন এমনটি নয়। গ্রামের কৃষিজীবী মানুষেরও জীবনের অনুষঙ্গ। তাই ছড়াটি কৃষিজীবী মানুষের ধান ও মৌসুমী সবজি চাষের জন্য পানির অন্যতম উৎস। আর তার স্বচ্ছ মিঠা পানির জলাধার দেশীয় প্রজাতি মাছের নিরাপদ আবাসস্থল। গতকাল সরজমিন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষিজীবী জুনেদ আহমদ, সিরাজুল ইসলাম, শওকত আহমদসহ অনেকেরই সঙ্গে আলাপে তারা জানালেন মৃতপ্রায় কুদালী ছড়া আমাদের কৃষি ক্ষেতের জন্য ছিল অভিশাপ। নাব্য হ্রাসে আর বেদখলে বর্ষাকালে দীর্ঘ জলাবদ্ধতা। আর শুষ্ক মৌসুমে মরুভূমি। তাই দু’মৌসুমেই দু’তীরের ব্যাপক জমি থাকে অনাবাদি। আর আবাদ হলেও ভালো ফলন নিয়ে ছিল অনিশ্চয়তা। সম্প্রতি কুদালী ছড়া খনন কাজ শুরু হওয়াতে আমরা আশান্বিত। ছড়াটির প্রাণ ফিরলে আমাদের মুখেও হাসি ফুটবে। তাদের প্রত্যাশা কুদালী ছড়া আগের মতোই হবে গ্রাম ও শহরবাসীর জন্য আশীর্বাদ। তবে সে জন্য ভরাট হওয়া কুদালী ছড়ার পুরো ১৭ কিলোমিটারই খননের জোর দাবি তাদের।  ছড়াটির উপকারভোগী অনেকেই জানান আগে একাধিক বার কুদালী ছড়া খননের নাম করে প্রকল্পের পুরো টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এবারই প্রথম পৌরসভার নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করায় তারা আনন্দিত। পৌরসভা সূত্রে জানা যায়, কুদালী ছড়াকে আগের রূপে ফিরিয়ে নিতে বেশকিছু পরিকল্পনা ও উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে প্রথম ধাপটি তারা বেশ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। প্রথম ধাপটি ছিল ছড়া রক্ষায় স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করা। ২য় ধাপ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও খননকাজ। ৩য় ধাপ হলো ছড়ার দু’পাশ চিহ্নিত করে তা রক্ষায় সংরক্ষণ প্রাচীর (গাইড ওয়াল) নির্মাণ করা। ৪র্থ ধাপে রয়েছে ছড়ার পাশ দিয়ে মনোরম পরিবেশ সৃষ্টি করে নিরাপদ পায়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) তৈরি করা। তাছাড়া স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ছড়াটির দু’তীরের মানুষকে অনাবাদি কৃষিজমি চাষাবাদ, খাঁচায় মাছ চাষ ও হাঁস পালনের কর্মক্ষেত্র সৃষ্টি করে দেয়া। ছড়াটির দু’পাশ রক্ষায় সংরক্ষণ প্রাচীর তৈরির আগে পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে জরিপ কাজ পরিচালিত হবে। ৫ সদস্যবিশিষ্ট একটি দল ওই জরিপ কাজ পরিচালনা করবে। পৌরসভার প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন খান বলেন, আমরা সম্মানিত পৌর নাগরিকদের সহায়তায় পরিষ্কার পরিছন্নতা শেষে এ পর্যন্ত পৌরসভার নিজস্ব অর্থায়নে ২টি এক্সেবেটরসহ আরো ৩-৪টি গাড়ি দিয়ে পৌরসভার আওতায় প্রায় সাড়ে ৩ কিলোমিটার খননের কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছি। এই কাজ শেষ হলে অন্যান্য ধাপের কাজ শুরু হবে। তবে অন্যান্য কাজের ব্যয় সংকুলান পৌরসভার নিজস্ব অর্থায়নে করা প্রায় দুষ্কর। সে জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়ে মেয়র মহোদয় যোগাযোগ করছেন। তাদের সাড়া পেলে শিগগিরই অবশিষ্ট অসম্পন্ন কাজগুলো শুরু হবে।

মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ডা. এমএ আহাদ বলেন, কুদালী ছড়া হচ্ছে  মৌলভীবাজার শহরের প্রাণ। পুরো শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। নানা কারণে ছড়াটি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। পৌর মেয়র ছড়াটি বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবিদার। ছড়াটির দু’পাড় রক্ষা করে তাতে দৃষ্টিনন্দন গাছ লাগানোরও পরামর্শ তার।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, কুদালী ছড়ার স্বচ্ছ পানিতে একসময় শহর ও গ্রামের সৌখিন মৎস্য শিকারীরা বড়শি কিংবা জাল দিয়ে মাছ ধরতেন। ছোট ঘাসি কিংবা ডিঙ্গি নৌকায়ও লোকজন চলাচল করতেন। বর্ষা মৌসুমের শুরুতে কৈ, মাগুর, শিং আর বোয়াল মাছের উজাই ধরতেন স্থানীয়রা। এখন সে স্মৃতির বাস্তবতা নেই এই প্রজন্মের কাছে। এর অন্যতম কারণ দীর্ঘ সংস্কারহীনতায় ছড়াটি তার ঐতিহ্য হারিয়েছে। শহর সৌন্দর্য রক্ষায় ছড়াটির গুরুত্ব অপরিসীম। পৌরসভার এই প্রশংসনীয় উদ্যোগকে শহরবাসী কৃতজ্ঞচিত্রে স্বাগত জানাচ্ছেন। প্রবীণ রাজনীতিবিদ দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র ছড়াটি এখন আর আগের অবস্থায় নেই। তাই ছড়াটিকে বাঁচিয়ে শহরের জলাবদ্ধতা নিরসনের যে সময় উপযোগী প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে সেজন্য পৌরসভার মেয়রকে নাগরিকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ বলেন, কুদালী ছড়া আর অভিশাপ নয়। এখন আশীর্বাদ। শহরবাসীসহ ছড়াটির দু’তীরের বাসিন্দাদের মুখে হাসি ফুটেছে। একটি উদ্যোগে যে সমাজ উপকারে বড় ভূমিকা রাখতে পারে তার অন্যতম উদাহরণ হলো পৌরসভার নিজস্ব অর্থায়নে কুদালী ছড়ার খনন কাজ।

বিএডিসির সহকারী প্রকৌশলী আরিফুল হক বলেন, বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গেল বছর সাড়ে ৫  কিলোমিটার ও চলতি বছর ২ কিলোমিটার খনন কাজ শেষ হয়েছে। আরো ২ কিলোমিটার খনন কাজ শিগগিরই শুরু হবে। এই দু’কিলোমিটার খনন কাজ শেষ হলে ছড়াটি প্রাণ ফিরে পাবে।

পৌর মেয়র ফজলুর রহমান বলেন, নাব্য হ্রাসে ছড়াটির অস্তিত্ব ছিল বিলীন হওয়ার পথে। শহরের মধ্যদিয়ে প্রবাহিত একমাত্র ছড়াটির দু’পাশের অধিকাংশই দখল ও ভরাট  হওয়ার কারণে একসময়ের স্বচ্ছ ও স্রোতস্বিনী ছড়াটির নেই সেই ঐতিহ্য। এ কারণে বর্ষা মৌসুমে প্রায়ই শহরে বিভিন্ন পাড়া ও মহল্লাতে জলাবদ্ধতা দেখা দেয়। ছড়াটির এই দুর্দশা হতে মুক্ত করতে আমাদের এই প্রয়াস। শহরের জলাবদ্ধতা নিরসন ও সৌন্দর্য বর্ধনে এই ছড়াটি নিয়ে আমরা নানা উদ্যোগ ও পরিকল্পনা হাতে নিয়েছি। সম্মানিত নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছি। অনেকেই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জায়গা ছেড়ে দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা আর সচেতনতায় কুদালী ছড়া তার হারানো সোনালী অতীত ফিরে পাবে।

জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন,  পৌরসভা এলাকা ছাড়া বিএডিসি কুদালী ছড়ার বাকি অংশটুকুর কাজ চালিয়ে যাচ্ছে। খনন কাজ শেষ হলে দু’তীর রক্ষা করে তাতে গাছ লাগানো হবে এবং পায়ে হাঁটার পথ তৈরি করা হবে।

DSC_0636

মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার।

আগামী ২৪ মে ২০১৭ খ্রীঃ বুধবার সকাল ১১.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা কর্যালয়ে আল-হারমাইন হসপিটালের উদ্দ্যোগে ও মৌলভীবাজার পৌরসভার ব্যাবস্হাপনায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আগ্রহী রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অনুরোধক্রমে
মো: ফজলুর রহমান
মেয়র
মৌলভীবাজার পৌরসভা।

 

 

মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার।

 

ঈদ মোবারক                                                       ঈদ মোবারক                                                      ঈদ মোবারক

 

এতদ্বারা মৌলভীবাজারের সম্মানিত মুসলিম জনসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০১৬ ইং উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল- ফিতর এর তিনটি জামাত অনুষ্ঠিত হইবে।

 

(ক) প্রথম জামাত সকাল 6.30 ঘটিকায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করিবেন মুফতি মোহাম্মদ শামছূল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন হাফিজ মাওলানা জনাব বজলুর রহমান, সানী ইমাম, দরগাহ জামে মসজিদ, মৌলভীবাজার।

(খ) দ্বিতীয় জামাত আরম্ভ হইবে সকাল 7.30 ঘটিকায়। দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন মাওলানা মো: মুহিবুর রহমান, খতিব, পশ্চিমবাজার জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মাওলনা আশিকুল হক, ইমাম, সরকারি ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদ, মৌলভীবাজার।

(গ) তৃতীয় জামাত আরম্ভ হইবে সকাল 8.30 ঘটিকায় এবং তৃতীয় জামাতে ইমামতি করিবেন মাওলানা মুফতি শামছুজ্জোহা, ইমাম, সুলতানপুর জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আউয়াল, ইমাম, দর্জির মহল জামে মসজিদ মসজিদ, মৌলভীবাজার ।

 

(মোঃ ফজলুর রহমান)

        মেয়র

মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার।

 

আগামী ০৩/০৯/২০১৬ খ্রি:, বিকাল-৩.০০ টায়  মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ, কে, আব্দুল মোমেন।

 উক্ত উদ্বোধনী খেলা ও  অনুষ্ঠানে আপনি আন্তরিকভাবে আমন্ত্রিত।

                                                                                                                                           মো: ফজলুর রহমান
                                                                                                                                                     
মেয়র
                                                                                                                                         
মৌলভীবাজার পৌরসভা

 

 

 

 

 মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার।
স্মারক নংমৌপৌ/প্রকৌ/১৬/                                                                                                                তারিখ


ঠিকাদারী লাইসেন্স নবায়ন/নতুন তালিকাভূক্তির বিজ্ঞপ্তি


এতদ্বারা মৌলভীবাজার পৌরসভার ২০১৬২০১৭ ইং অর্থ বছরের ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তির জন্য আগ্রহী ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট হতে নিুবর্ণিত ফি পৌর তহবিলে জমা প্রদান সাপেক্ষে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করে ঠিকাদারী লাইসেন্স নবায়ন/নতুন তালিকাভূক্তির জন্য অনুরোধ করা হলো

ক্রমিক  ঠিকাদার/প্রতিষ্ঠানের শ্রেণী  জরিমানা ব্যতীত ঠিকাদার/            প্রতিষ্ঠানের শ্রেণী নবায়ন জরিমানা ব্যতীত
        সকল শ্রেণী                       টা. ৫০০০/- ৩০.০৮.২০১৬ ইং                 সকল শ্রেণী ২০০০/- ৩০.১০.২০১৬ ইং   অফিস চলাকালীন

বিশেষ দ্রষ্টব্য
. আবেদন ফরম : ১। মূল্যটা. ১৫০/ (একশত পঞ্চাশ) প্রতিটি (অফেরৎযোগ্য)
                             
২। প্রাপ্তিস্থানহিসাব শাখা, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার।
                           
৩। সময়প্রতিদিন অফিস চলাকালীন সময়।
. ট্রেড লাইসেন্স  : নবায়ন/নতুন প্রতিটি লাইসেন্সের ক্ষেত্রে শ্রেণী ভিত্তিক চলতি অর্থ বছরের ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। 
. ভ্যাট আইটি :নবায়ন/নতুন প্রতিটি লাইসেন্সের ক্ষেত্রে ভ্যাট আইটি সম্পর্কিত কাগজের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে

 

                                                                                                                                           মো: ফজলুর রহমান
                                                                                                                                                     
মেয়র
                                                                                                                                         
মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার।

স্মারক নং- মৌপৌ/প্রশা/কর/১৯১/১৬(অংশ-২)                                                                                        তারিখঃ-

জরুরী বিজ্ঞপ্তি

মৌলভীবাজার পৌরসভার খেলাপী করদাতাগনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,যাহারা এখন পর্যন্ত পৌরকর পরিশোধ করেন নাই,তাঁহাদেরকে ক্রোকী পরোয়ানার ঝামেলা এড়ানোর জন্য বকেয়া সহ হালনাগাদ পৌরকর আগামী ২৫শে মে ২০১৬ইং তারিখের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা হইল।

অন্যথায় ক্রোক পরোয়ানা জারী করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বকেয়া পৌরকর আদায় করিতে পৌর কর্তৃপক্ষ বাধ্য হইবে।

অনুরোধক্রমে
স্বাক্ষরিত
(মোঃ ফজলুর রহমান)
মেয়র
মৌলভীবাজার পৌরসভা

স্মারক নং- মৌপৌ/প্রশা/কর/১৯১/১৬(অংশ-২)                                                                                                         তারিখঃ-
অনুলিপিঃ- জ্ঞাতার্থে ও র্কাযার্থেঃ-
০১। সচিব, মৌলভীবাজার পৌরসভা।
০২। হিসাব রক্ষণ কর্মকর্তা/ হিসাব রক্ষক, মৌলভীবাজার পৌরসভা।
০৩। জনাব ——————————————-বিজ্ঞপ্তিটি পৌরসভার ০৯ নয়টি ওয়ার্ডে দৈনিক ৫ ঘন্টা করে জনবহুল স্থানে ( ৩ ) তিন দিন পাড়ায়,মহল্লায় প্রচার করার জন্য।
০৪।জনাব —————————-মৌলভীবাজার পৌরসভা,প্রচারকাজ নিশ্চিত করার জন্য।
০৫। সংশ্লিষ্ট নথি।