পবিত্র ঈদুল -ফিতর-২০১৬ উপলক্ষে পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত শাহ মোস্তফা (র:) এর ঈদের জামাতের সময়সূচী

মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার।

স্মারক নং- মৌ পৌ/প্রশা /সাধা /ঈদ-২০১৬/                                                                       তারিখ:

ঈদ মোবারক                                                  ঈদ মোবারক                                                    ঈদ মোবারক

এতদ্বারা মৌলভীবাজারের সম্মানিত মুসলিম জনসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০১৬ ইং উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল- ফিতর এর তিনটি জামাত অনুষ্ঠিত হইবে।

(ক) প্রথম জামাত সকাল ৭.০০ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করিবেন মুফতি মোহাম্মদ শামছূল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন হাফিজ মাওলানা জনাব বজলুর রহমান, সানী ইমাম, দরগাহ জামে মসজিদ, মৌলভীবাজার।

(খ) দ্বিতীয় জামাত আরম্ভ হইবে সকাল ৮.০০ ঘটিকায়। দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন মাওলানা মো: মুহিবুর রহমান, খতিব, পশ্চিমবাজার জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মাওলনা আশিকুল হক, ইমাম, সরকারি ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদ, মৌলভীবাজার।

(গ) তৃতীয় জামাত আরম্ভ হইবে সকাল ৯.০০ ঘটিকায় এবং তৃতীয় জামাতে ইমামতি করিবেন মাওলানা মুফতি শামছুজ্জোহা, ইমাম, সুলতানপুর জামে মসজিদ, মৌলভীবাজার এবং সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আউয়াল, ইমাম, দর্জির মহল জামে মসজিদ মসজিদ, মৌলভীবাজার ।

 

(মোঃ ফজলুর রহমান)

মেয়র

মৌলভীবাজার পৌরসভা